Logo
Logo
×

জাতীয়

বিশ্বের ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ পিএম

বিশ্বের ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

ছবি : সংগৃহীত

২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় আরও পিছিয়েছে বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ অনুযায়ী, এবার দুই ধাপ পিছিয়ে ১৫১তম অবস্থানে রয়েছে দেশটি। এছাড়া, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে টিআইবির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান।

ইফতেখারুজ্জামান বলেন, ২০২৪ সালের সিপিআই সূচকে বাংলাদেশের স্কোর ২৩, যা গত ১৩ বছরে সবচেয়ে কম। উচ্চক্রম অনুসারে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১তম, আর নিম্নক্রম অনুযায়ী ১৪তম। একই স্কোর নিয়ে তালিকার ১৫১তম স্থানে রয়েছে কঙ্গো ও ইরান। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান, যার স্কোর ১৭। এই অঞ্চলে বাংলাদেশ দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, গত ১৩ বছরে কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতিবিরোধী অবস্থান নিলেও বাস্তবে তা প্রশ্রয় দিয়েছে, লালন করেছে এবং দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিবাজদের তোষণ, আইনের প্রয়োগে ব্যর্থতা এবং কাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশের অবস্থান আরও অবনতি হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, ২০১২ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের সিপিআই স্কোর সাধারণত ২৫ থেকে ২৮-এর মধ্যে ওঠানামা করছিল। ২০২৩ সালে স্কোর এক পয়েন্ট কমে ২৪ হয়, আর ২০২৪ সালে আরও এক পয়েন্ট কমে ২৩-এ নেমেছে। গত বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০তম, যেখানে স্কোর ছিল ২৪।

টিআইবি এমন সময়ে এই সূচক প্রকাশ করল, যখন দেশে নতুন সরকারের অধীনে দুর্নীতিবিরোধী অভিযান চলমান রয়েছে। ১৯৯৫ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর এই সূচক প্রকাশ করে আসছে। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়, যেখানে তখন মোট ৯১টি দেশ অন্তর্ভুক্ত ছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন