Logo
Logo
×

জাতীয়

বিচার-বিবেচনা ছাড়া হুট করে কাউকে জামিন দেবেন না: আসিফ নজরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১২ পিএম

বিচার-বিবেচনা ছাড়া হুট করে কাউকে জামিন দেবেন না: আসিফ নজরুল

ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বিচারকদের সতর্ক করে বলেছেন, বিচার-বিবেচনা ছাড়া হুট করে কাউকে জামিন দেওয়া ঠিক হবে না।  

রাজধানীর রাজারবাগে আয়োজিত এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্বসহ আইন প্রয়োগ নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় তিনি বিচারকদের দায়িত্বশীলতার বিষয়ে গুরুত্ব দেন।  

তিনি বলেন, মামলার এজাহার যেন সঠিক ও সুস্পষ্টভাবে লেখা হয় এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত অন্তর্ভুক্ত থাকে। বিগত ১৫ বছরে দেশে অরাজকতা, গুম ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রতিটি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে এর কোনো বিকল্প নেই।  

আসিফ নজরুল আরও বলেন, বর্তমান সময় অত্যন্ত চ্যালেঞ্জিং। পতিত সরকার ও তাদের সহযোগীরা বিশাল অঙ্কের টাকার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।  

তিনি মবতন্ত্রের ভয়াবহতা নিয়েও মন্তব্য করেন। তার মতে, বিচার বিভাগসহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করলে মবতন্ত্রের প্রবণতা কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন