Logo
Logo
×

জাতীয়

অপরাধীদের রাজপথে দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম

অপরাধীদের রাজপথে দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কোনো অপরাধীকে রাজপথে দেখতে চান না। তিনি বলেন, সকল অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

রাজধানীর রাজারবাগে আইন প্রয়োগ বিষয়ক এক কর্মশালায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসী ও তাদের দোসর যেন জামিন না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জামিন পেয়ে অপরাধীরা যদি পুনরায় অপরাধে লিপ্ত হয়, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করেছে এবং বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

ডেভিল হান্ট অভিযানকে সফল করতে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মামলার এজাহার স্পষ্টভাবে তৈরি করতে হবে এবং যথাযথ তথ্য দিতে হবে। তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে দেশে অরাজকতা, গুম ও খুনের ঘটনা ঘটেছে, যার প্রতিটি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, যেখানে বিপুল অঙ্কের টাকার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন