Logo
Logo
×

জাতীয়

ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন: সানাউল্লাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৪ পিএম

ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন: সানাউল্লাহ

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরকে ধরে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি আপাতত ইসির পরিকল্পনায় নেই।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নির্বাচন ভবনে ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বরের বক্তব্যে উল্লেখ করেছিলেন, যদি স্বল্প পরিসরে সংস্কারসহ নির্বাচন করতে হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়, তাহলে ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তবে বড় পরিসরে সংস্কারের সুযোগ থাকলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা যেতে পারে।

তিনি বলেন, "আমরা তাড়াতাড়ি নির্বাচন হবে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি এবং এ অবস্থান এখনও অপরিবর্তিত। ডিসেম্বরকে সামনে রেখেই আমাদের পরিকল্পনা চলছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অনুরোধ এলে কমিশন তখন বিষয়টি বিবেচনা করবে।"

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সানাউল্লাহ বলেন, "পাঁচ স্তরের স্থানীয় নির্বাচন করতে সাধারণত এক বছরের মতো সময় লাগে। যেহেতু সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান অকার্যকর হয়নি, তাই বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। সরকার যদি মনে করে জাতীয় নির্বাচনকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেখে কিছু অনুশীলনমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব, তাহলে তারা সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তবে জাতীয় নির্বাচন যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশন সতর্ক থাকবে।"

তিনি আরও বলেন, "স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে এবং কোন কোন প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে, সে সিদ্ধান্ত সরকার নেবে। এরপর আমরা বলতে পারব, সেটি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি না।"

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইউএনডিপি ও ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন