Logo
Logo
×

জাতীয়

ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা এপ্রিলে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ পিএম

ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা এপ্রিলে

ছবি : সংগৃহীত

চলতি বছরের এপ্রিলের ৪ তারিখ, ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট– বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গুলশান-২-এ বিমসটেক সম্মেলন নিয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকটি দু’দেশের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হতে পারে, তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ ব্যাপারে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ব্যাংককে যোগ দেবেন, তবে কিছুটা সময় বাকি থাকায় এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।

বিগত বছরে, ২০২৪ সালের সেপ্টেম্বরে বিমসটেক সম্মেলনের আয়োজন হওয়ার কথা ছিল, তবে থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এটি স্থগিত হয়ে যায়। এর আগে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নেয়া হয়েছিল। সেই সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হতে পারে।

এছাড়া, বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পর, জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ও মোদির বৈঠকের সম্ভাবনা তৈরি হয়, তবে মোদির যুক্তরাষ্ট্র সফরের কারণে তাদের সাক্ষাৎ হয়নি। তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, একই সময়ে নিউইয়র্কে উপস্থিত না থাকায় বৈঠকটি সম্ভব হয়নি।

বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এও জানান, বিমসটেক কোনভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। আগামী শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমসটেকের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে বলেও তিনি জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন