Logo
Logo
×

জাতীয়

প্রধান উপদেষ্টাকে সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯ পিএম

প্রধান উপদেষ্টাকে সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজকে সহসভাপতি করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিশনের অন্য সদস্যরা হলেন—

  • জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী
  • পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন
  • নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার
  • বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক
  • দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। আসন্ন নির্বাচন সামনে রেখে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কারের সুপারিশ পর্যালোচনা করবে কমিশন। পাশাপাশি, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করবে।

কমিশনের কার্যালয় সরকার নির্ধারিত স্থানে থাকবে এবং কার্যক্রম শুরুর তারিখ থেকে এর মেয়াদ হবে ছয় মাস। কমিশনের কার্যক্রম পরিচালনায় প্রধান উপদেষ্টার কার্যালয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন