Logo
Logo
×

জাতীয়

জাতিসংঘের সুপারিশ নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম

জাতিসংঘের সুপারিশ নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (ওএইচসিএইচআর) র‍্যাব বিলুপ্তি, ডিজিএফআইকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখা এবং আনসারের ওপর থেকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সরানোর মতো বেশ কিছু সুপারিশ করেছে। এসব সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এসবি ইমিগ্রেশনের অনলাইন ভিসা অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ এবং আবেদনকারীদের অভিযোগ ৯৯৯-এর মাধ্যমে জানানোর কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের সুপারিশের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারা একটি প্রস্তাব দিয়েছে, আমরা সবাই বসে আলোচনা করব। এরপর যে সিদ্ধান্ত হবে, তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। তাদের এই তদন্তকে আমরা স্বাগত জানিয়েছি। তারা ভালো কাজ করেছে, এখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুসন্ধানী দল গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক ও অন্যান্য কর্মকর্তারা প্রতিবেদনটির বিস্তারিত তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত হওয়া সরকার এবং তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। আন্দোলন দমন করতে সরকার মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও দলীয় সহযোগী সংগঠনগুলোকে ব্যবহার করেছে।

জাতিসংঘের তথ্যানুসন্ধান দল আরও জানায়, ওই সময় নির্বিচার মারণাস্ত্র ব্যবহার, বিচারবহির্ভূত হত্যা, গণগ্রেপ্তার, নির্যাতন, এবং আহতদের চিকিৎসায় বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়েছে। প্রতিবেদন অনুসারে, আন্দোলনকারীদের দমন করতে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

জাতিসংঘের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকার কী পদক্ষেপ নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট সবাই মিলে আলোচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন