সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম
-67ae06c5d04fb.jpg)
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা-১) এসব মামলা দায়ের করে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে জানান, একটি মামলায় মুস্তফা কামালকে প্রধান আসামি করা হয়েছে, আর বাকি তিনটিতে তিনি সহযোগী আসামি।
সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক বলেন, "সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালসহ মামলার অন্য আসামিদের অবস্থান নিশ্চিত হলেই গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।" তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পলাতক আসামিদের সন্ধান দিতে সহায়তা করুন।
প্রধান মামলা:
মুস্তফা কামালের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে ২৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৮৩১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ভোগদখলে রেখেছেন। এছাড়া, তার ৩২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৪৬ কোটি ৪২ লাখ ৫৩ হাজার ৭৮৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা:
১. স্ত্রী কাশমিরি কামাল: স্বামীর যোগসাজশে ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৬ কোটি ৬৪ লাখ ১ হাজার ১৩৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
২. মেয়ে কাশফি কামাল: বাবার সহযোগিতায় ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ১৯৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৫৪৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
অন্য মেয়ে নাফিসা কামাল: বাবার সহযোগিতায় ৬২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫১৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ১৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৯৯ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৪৭ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
২০২৪ সালের ২২ আগস্ট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মুস্তফা কামাল ও তার পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেয়।
উল্লেখ্য, মুস্তফা কামাল একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সভাপতি ছিলেন। তার মেয়ে নাফিসা কামাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক ছিলেন।