Logo
Logo
×

জাতীয়

কুয়েত সফরে যাচ্ছেন সেনাপ্রধান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮ এএম

কুয়েত সফরে যাচ্ছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল ছবি

তিন দিনের সরকারি সফরে আজ কুয়েত যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন।

শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সেনাপ্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, বাংলাদেশ ও কুয়েতের সামরিক বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে মতবিনিময় করবেন।

আইএসপিআর আরও জানায়, এই সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের সুযোগ বাড়বে এবং অপারেশন কুয়েত রিকনস্ট্রাকশন প্রোগ্রামে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সেনা সদস্যদের মনোবল আরও চাঙ্গা হবে। পাশাপাশি, কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন