Logo
Logo
×

জাতীয়

গ্রামাঞ্চলের পর্যাপ্ত আয় করা চিকিৎসক ও ব্যবসায়ীদের কর দিতে হবে: অর্থ উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৬ পিএম

গ্রামাঞ্চলের পর্যাপ্ত আয় করা চিকিৎসক ও ব্যবসায়ীদের কর দিতে হবে: অর্থ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

জেলা, উপজেলা এবং গ্রামাঞ্চলে উল্লেখযোগ্য আয় করা ব্যবসায়ী ও চিকিৎসকদের করের আওতায় আনার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে তিনি এ তথ্য জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গ্রামাঞ্চলে অনেক ব্যবসায়ী ভালো আয় করছেন, কিন্তু তারা কর প্রদান করছেন না। ডিসিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) শিগগিরই কার্যক্রম শুরু করবে।

দেশের সব চিকিৎসক ও আইনজীবীদের ফি রশিদ বা ডিজিটাল পেমেন্ট পদ্ধতির আওতায় আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, চিকিৎসক ও আইনজীবীরা সাধারণত ক্যাশ লেনদেন করেন, ফলে তাদের আয় করের আওতায় আসছে না। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু হলে প্রতিটি লেনদেন রেকর্ডভুক্ত থাকবে, যা বিদেশের মতো স্বচ্ছতা নিশ্চিত করবে।

অর্থ উপদেষ্টা বলেন, কর বাড়ানো নয়, বরং করের আওতা বৃদ্ধি করাই সরকারের লক্ষ্য। দেশে শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৫০-৬০ লাখ, কিন্তু কর প্রদান করে মাত্র ৫ লাখ। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, চীনের গ্রামাঞ্চলে উৎপাদিত পণ্য আমেরিকার ওয়ালমার্ট পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের পণ্য বাজারজাতকরণের সুযোগ পায় না।

ডিসিদের প্রস্তাব ও সরকারের পরিকল্পনা অনুযায়ী, দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন জেলা প্রশাসকরা। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা এবং এসএমই খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

অর্থ উপদেষ্টা জানান, কর সহনীয় পর্যায়ে রেখে রাজস্ব সংগ্রহের পরিধি বাড়ানো হবে, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও জোরদার হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন