সোনার সর্বোচ্চ দাম
দেড় লাখ ছাড়াল সোনার ভরি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম

ছবি : সংগৃহীত
চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে চতুর্থবারের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকায় পৌঁছেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
এর আগে, চলতি মাসের ১, ৫ ও ১০ ফেব্রুয়ারি সোনার দাম বাড়ানো হয়েছিল।
নতুন সোনার দাম:
২২ ক্যারেট: এক ভরি ১,৪৭০ টাকা বেড়ে ১,৫১,২৮২ টাকা
২১ ক্যারেট: এক ভরি ১,৩৯৯ টাকা বেড়ে ১,৪৪,৪০০ টাকা
১৮ ক্যারেট: এক ভরি ১,১৯০ টাকা বেড়ে ১,২৩,৭৬৭ টাকা
সনাতন পদ্ধতি: এক ভরি ১,০১৫ টাকা বেড়ে ১,০১,৯৩২ টাকা
তবে সোনার দাম বাড়লেও রুপার দর অপরিবর্তিত রয়েছে।
বর্তমান রুপার দাম:
২২ ক্যারেট: এক ভরি ২,৫৭৮ টাকা
২১ ক্যারেট: এক ভরি ২,৪৪৯ টাকা
১৮ ক্যারেট: এক ভরি ২,১১১ টাকা
সনাতন পদ্ধতি: এক ভরি ১,৫৮৬ টাকা
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির প্রভাব পড়েছে দেশীয় বাজারেও, যার ফলে কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে।