Logo
Logo
×

জাতীয়

স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধির দাবিতে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ এএম

স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধির দাবিতে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৩ কার্যদিবসের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়ন না হলে মেট্রোরেল চালানো থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমটিসিএলের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে একটি সুস্পষ্ট ও স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়নের দাবি জানিয়ে আসছেন। এর প্রেক্ষিতে, আজ (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকরিবিধির খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং সংশোধনের পর দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে তা চূড়ান্ত করার আশ্বাস দিয়েছেন।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়নের নির্দেশনা দেন। তবে ৫ মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে এখনো তা বাস্তবায়ন হয়নি।

নির্দিষ্ট চাকরিবিধি না থাকায় ইতোমধ্যে ডিএমটিসিএলের ২০০-রও বেশি দেশি ও বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছেন, যা মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বড় সংকট তৈরি করেছে।

বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরিবিধি চূড়ান্ত করা না হলে, ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে মেট্রোরেল সেবা বন্ধ রাখা হবে।

ফলে ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে এর চূড়ান্ত দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে, বলে জানানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন