এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব বেশি হবে না, তবে ঘাবড়ানোর কিছু নেই : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯ এএম

ছবি : সংগৃহীত
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, চলতি বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব বেশি হবে না। তবে তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, “ঘাবড়ানোর কিছু নেই।”
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক বই উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, "দেশ খাদ্য সংকটে পড়বে না। জীবনধারণের জন্য মানুষ যাতে কষ্ট না পায়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। অর্থনীতি কঠিন সময় পার করলেও এখন কিছুটা স্থিতিশীলতা এসেছে।”
তিনি আরও জানান, “আমরা অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছি, তবে সময় স্বল্পতার কারণে ব্যাপক সংস্কার সম্ভব নয়। ডিসেম্বরের মধ্যে আমাদের দায়িত্ব শেষ হবে, তবে এনবিআরের নীতিগত ও প্রশাসনিক পৃথকীকরণসহ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ছাপ রেখে যাব।”
অর্থ উপদেষ্টা মনে করেন, বাংলাদেশের ব্যবসায়ীরা কর প্রদানে আগ্রহী নন। তিনি বলেন, “কর না বাড়ালে রাজস্ব কীভাবে বৃদ্ধি পাবে? আগের সরকার বিশেষ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কর ছাড় দিয়েছে, যা কর আদায়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশ্বের আর কোনো দেশে এত দ্রুত ধনী হওয়ার সুযোগ নেই, যতটা বাংলাদেশে ব্যবসায়ীরা পাচ্ছেন।”