Logo
Logo
×

জাতীয়

লুট হওয়া ১৪০০ অস্ত্র এবং আড়াই লাখ গুলি এখনও উদ্ধার হয়নি : আবদুল হাফিজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৩ পিএম

লুট হওয়া ১৪০০ অস্ত্র এবং আড়াই লাখ গুলি এখনও উদ্ধার হয়নি : আবদুল হাফিজ

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ জানিয়েছেন যে, ৫ আগস্টের পর লুট হওয়া প্রায় দেড় হাজার অস্ত্র এবং আড়াই লাখ গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে এই তথ্য দেন তিনি।

আবদুল হাফিজ জানান, প্রায় ৬ হাজার অস্ত্র ও ৬ লাখ গুলি লুট হয়েছে, এর মধ্যে ১ হাজার ৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি এখনও উদ্ধার হয়নি।

তিনি বলেন, এসব অস্ত্র ও গুলি সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা সেগুলো ব্যবহার করতে পারে। চলমান অভিযানের মাধ্যমে এগুলো উদ্ধার করতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং তারা কর্মসূচি দিচ্ছে। তারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে ডিসিদের সজাগ থাকতে হবে।

সাধারণ মানুষের তিনটি প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, মানুষ নিরাপদে চলাফেরা করতে, রাতে শান্তিতে ঘুমাতে এবং দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চায়। সেইসাথে জনগণের পাওয়ার কথা থাকা যেসব সেবা সরকারের কাছে সেগুলো যেন তারা ঝামেলা ছাড়া পেতে পারে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন