Logo
Logo
×

জাতীয়

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, চলবে ৩১ মে পর্যন্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, চলবে ৩১ মে পর্যন্ত

ছবি : সংগৃহীত

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ২৯ এপ্রিল থেকে, যা চলবে ৩১ মে পর্যন্ত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের ৫০ শতাংশ (৪৩,৫৫০ জন) বহন করবে।

বাকি ৫০ শতাংশ হজযাত্রীকে বহন করবে সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস।

হজ ফ্লাইটের টিকিটের মূল্য জনপ্রতি ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,

  • ফ্লাইট শিডিউল নির্ধারণ
  • বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট ব্যবস্থাপনা
  • প্রতিটি ফ্লাইট-পরবর্তী যাত্রীসংখ্যার তথ্য হজ পোর্টালে আপলোড
  • লাগেজ ব্যবস্থাপনা সহজীকরণ
  • হজযাত্রীদের পরিবহন সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

সরকার হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন