Logo
Logo
×

জাতীয়

জেলা প্রশাসকদের আইন ও সংবিধান অনুযায়ী কাজ করার আহ্বান আইন উপদেষ্টার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম

জেলা প্রশাসকদের আইন ও সংবিধান অনুযায়ী কাজ করার আহ্বান আইন উপদেষ্টার

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জেলা প্রশাসকদের আইন ও সংবিধান অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, "আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে, সেটা মেনে চললে জনগণের সেবা ও কল্যাণ দেওয়া ছাড়া ডিসিদের আর কোনো কাজ নেই। তারা যদি আইন এবং বিবেক অনুযায়ী চলেন, তাহলে জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহৃত হওয়া সম্পূর্ণ আইন ও সংবিধান লঙ্ঘন করে।"

আসিফ নজরুল আরও জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ক্ষেত্রে জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে যে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর যে কয়েক মাস সময় পাওয়া যায়, সেই সময়টাতে যেন ছাত্রদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) নিয়ে আসা হয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, "জেলা প্রশাসকরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। বিদেশে যারা যেতে চায়, তাদের সবার ডাটাবেজ করার প্রস্তাব এসেছে। শুধু প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের নয়, তাদেরও ডাটাবেজ করা হবে যারা বিদেশে যেতে চান। এই পদক্ষেপ শীঘ্রই শুরু হবে।"

তিনি আরও বলেন, "জেলা ও বিভাগ পর্যায়ে আরও সচেতনতা সৃষ্টির পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসকরা। সরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকে শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে।"

আসিফ নজরুল আরও উল্লেখ করেন, "প্রশাসনের সবচেয়ে মেধাবী কর্মকর্তারা ডিসি হন। কিন্তু গত ফ্যাসিস্ট সরকার তাদের জনগণের নিপীড়নের কাজে ব্যবহার করেছে। ভবিষ্যতে যেই দল ক্ষমতায় আসুক, আমাদের প্রশাসন ক্যাডারের অসীম সম্ভাবনার শক্তি জনগণের সেবা করতে ব্যবহার করা হোক।"

তিনি বলেন, "সারা দেশে অনেক টিটিসি তৈরি হয়েছে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী সেবা পাওয়া যাচ্ছে না। শুধু টিটিসি নয়, বাংলাদেশের শুধু বিল্ডিং আছে, কর্মকর্তা-কর্মচারী আছে, সেবা নেই। আমরা প্রাণান্তকর চেষ্টা করছি, ভালো কিছু করার জন্য।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন