যে ছাত্রলীগ হতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "যে ছাত্রলীগ হতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।" মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা নির্দেশ করে। ওই সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসের পকেট গেট এলাকায় সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার চক্রান্ত করছে।
অন্যদিকে, ছাত্রদল এই অভিযোগ অস্বীকার করে জানায়, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার অপব্যবহারের প্রতিবাদ জানিয়েছিল। তাদের দাবি, এই ঘটনায় শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।
পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে। মঙ্গলবার কিছু শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছে বলে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি মুক্ত রাখার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে তাদের ওপর বহিরাগতরা হামলা চালায়।
সংঘর্ষের পর থেকে কুয়েট ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা সহপাঠীদের ওপর হামলার বিচারের দাবিতে ক্যাম্পাসে অবস্থান করছে।
বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং ক্যাম্পাসে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।