Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে নৌকা সরিয়ে শাপলা প্রতীক সংযোজন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৮ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে নৌকা সরিয়ে শাপলা প্রতীক সংযোজন

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লোগোতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বের লোগো থেকে নৌকা প্রতীক বাদ দিয়ে এর স্থলে জাতীয় ফুল শাপলা যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চসিকের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন লোগো প্রকাশ করা হয়। এতদিন সিটি করপোরেশনের লোগোতে পাহাড়, নদী, ঐতিহ্যবাহী সাম্পান ও সড়ক বাতি ছিল। নতুন লোগোতেও এসব উপাদান থাকলেও নৌকার স্থানে শাপলা প্রতীক যুক্ত করা হয়েছে।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, নৌকা একটি রাজনৈতিক দলের প্রতীক হওয়ায় এটি লোগো থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "সিটি করপোরেশনের লোগোতে নৌকা ছিল, যা একটি রাজনৈতিক দলের প্রতীক। তাই দায়িত্ব নেওয়ার পর লোগো পরিবর্তনের উদ্যোগ নিই এবং সার্বজনীন প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা সংযোজনের সিদ্ধান্ত গ্রহণ করি।"

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, নতুন মেয়র দায়িত্ব গ্রহণের পর লোগো পরিবর্তনের নির্দেশনা দেন। সেই অনুযায়ী নৌকা বাদ দিয়ে শাপলা প্রতীক যুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ১ অক্টোবর আদালতের রায়ে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে চসিক মেয়র ঘোষণা করা হয়। পরে ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ নেন এবং ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন