বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ এএম

ছবি : সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চলতি বছরের ১৩ মার্চ ঢাকা পৌঁছাবেন এবং ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে মহাসচিবের সঙ্গে সাক্ষাতের সময় রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং সেই সময়ই আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।
এই সফরে মহাসচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এর আগে, জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ জানিয়েছেন, মহাসচিব গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। গত ২৩ ফেব্রুয়ারি, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।
বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান, নতুন মানবিক সহায়তার দাতা সংযুক্তকরণ এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস জানান, জাতিসংঘ চলতি বছরের শেষের দিকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে। এ প্রসঙ্গে তিনি অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, "আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মালয়েশিয়া ও ফিনল্যান্ড ইতোমধ্যেই সম্মেলনের সহযোগী হতে সম্মত হয়েছে।"
অধ্যাপক ইউনূস রাখাইন রাজ্যে মানবিক সংকট নিরসন এবং মিয়ানমার থেকে নতুন করে শরণার্থী আগমন প্রতিরোধে জাতিসংঘের বিশেষ দূতের সহায়তা চান।
বৈঠকে মার্কিন পররাষ্ট্রনীতির নতুন পরিবর্তনের কারণে সম্ভাব্য অনিশ্চয়তা এবং রোহিঙ্গাদের জন্য নতুন দাতা সংস্থার সংযুক্তির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
বিশপ বলেন, "রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর সফলতা নিশ্চিত করা প্রয়োজন।"
জাতিসংঘ মহাসচিবের সফরকে ঘিরে রোহিঙ্গা সংকটের সম্ভাব্য সমাধান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার বিষয়টি আরও গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।