গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নেতৃত্বে গঠিত ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবদের নাম ঘোষণা করেন। অন্যদিকে, সংগঠনের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী অন্যান্য পদপ্রাপ্তদের নাম প্রকাশ করেন।
কমিটিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থান পেয়েছেন, এর মধ্যে রয়েছে—
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
- ইউল্যাব
- জাতীয় বিশ্ববিদ্যালয়
- সাত কলেজ
- বিভিন্ন মাদ্রাসা
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মহির আলম, মুখপাত্র আশরেফা খাতুন, ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব আল আমিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই নতুন কমিটি ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।