দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৬:২৬ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী রোববার (২ মার্চ) থেকে শুরু হবে মুসলিমদের ধর্মীয় অন্যতম গুরুত্বপূর্ণ মাস, রমজান। এদিন মুসল্লিরা এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করবেন এবং ভোরে সেহরি খেয়ে রোজা রাখার প্রস্তুতি নেবেন।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন জায়গায় রমজানের চাঁদ দেখা যায়, যার ফলে রোববার থেকে রোজা শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়।
এদিকে, সৌদি আরবের আকাশেও রমজানের চাঁদ দেখা গেছে গত ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার। সে অনুযায়ী, সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছে ১ মার্চ থেকে। বিশ্বব্যাপী আরও অনেক দেশের মতো সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে শুক্রবার চাঁদ দেখা যায় এবং শনিবার থেকেই রোজা শুরু হয়েছে।
বাংলাদেশেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বেশ কিছু অঞ্চলে গতকাল রাতে তারাবির নামাজের মাধ্যমে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।