
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে নেই, আমাদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা।
রোববার (০২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
সিইসি আরও বলেন, "মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, এখানে ব্যর্থ হলে শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করা হবে।" তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, "সবার প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন, আর গণতন্ত্রের সৌন্দর্য হলো বিরুদ্ধমত মেনে নেওয়া।"
নাসির উদ্দিন বলেন, "আমাদের এজেন্ডা নাই, আমরা সুষ্ঠু নির্বাচন করবো, সেটিই আমাদের ওয়াদা।" তিনি আরও বলেন, "ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু তা দীর্ঘমেয়াদে দেশের, দলের ও ব্যক্তিগত জন্য ভালো হয় না।"
তিনি বলেন, একটি বিষয়ে সবাই একমত, সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কি না প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে। আমাদের এজেন্ডা নাই, কারো এজেন্ডা বাস্তবায়নে আমরা নাই, আমদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা, আমাদের ওয়াদা সুষ্ঠু নির্বাচন সেটা আমরা করবো।
সিইসি আরও বলেন, রমজান মাসের কথা উল্লেখ করে সিইসি সবার কাছ থেকে নিরপেক্ষভাবে কাজ করার ওয়াদা নেন। মরা নির্বাচন নিয়ে আর বিলাপ করতে চাই না। বিলাপের দিন শেষ, এখন সুষ্ঠু নির্বাচন করতে হবে। ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য ভালো হয়না। প্রত্যাশা কেউ এই কাজ করবেন না। আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। সবার সহযোগিতা চাই।