Logo
Logo
×

জাতীয়

সয়াবিন তেলের সংকটে ক্রেতাদের ভোগান্তি, দ্রুত সমাধানের আশ্বাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৫:০৬ পিএম

সয়াবিন তেলের সংকটে ক্রেতাদের ভোগান্তি, দ্রুত সমাধানের আশ্বাস

ছবি : সংগৃহীত

রমজানের শুরু থেকেই বাজারে সয়াবিন তেলের সংকট প্রকট আকার ধারণ করেছে। সোমবার (৩ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সুপারশপ ও মুদি দোকানগুলোতে তেল মিলছে না, যা ক্রেতাদের মধ্যে হতাশা তৈরি করেছে।

বাজার পরিদর্শনে দেখা যায়, দোকানগুলোতে পাম, সরিষা, তুষ ও সূর্যমুখী তেল থাকলেও সয়াবিন তেলের বোতল নেই।

বিক্রেতাদের অভিযোগ,  ডিলাররা পর্যাপ্ত তেল সরবরাহ করছে না এবং কোম্পানির অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছে।

একজন মুদি ব্যবসায়ী জানান, অনেক দোকানদার তেল মজুত রেখে দাম বাড়ার অপেক্ষায় আছেন, ফলে সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। কেউ কেউ সয়াবিন তেলের সঙ্গে আটা ও সুজি কিনতে বাধ্য করছেন, আবার কেউ অতিরিক্ত দামে বিক্রি করছেন।

এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আশ্বাস দিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক হবে। 

এছাড়া প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকার বাজার পরিস্থিতি নজরদারি করছে এবং বোতলজাত তেলের সরবরাহ ঠিক রাখার চেষ্টা চলছে।

ক্রেতারা দ্রুত সয়াবিন তেলের বাজার স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন, তবে কৃত্রিম সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন