ক্ষমতা মানে লুটপাট নয়, বরং সেবার মানসিকতা থাকা উচিত : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:২২ পিএম

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
দেশের দায়িত্ব হাতে পেলে সেটাকে লুটপাটের সুযোগ হিসেবে না দেখে সেবার মানসিকতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ক্ষমতা কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটি জনগণের কল্যাণে ব্যবহারের জন্য একটি দায়িত্ব।
সোমবার (৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। সত্যিকারের আত্মশুদ্ধি ও সংযম চর্চার মাধ্যমে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে এর প্রভাব বিস্তার করতে হবে। শুধু উপবাস থাকলেই রোজার উদ্দেশ্য পূরণ হয় না, বরং নৈতিকতা ও সততা বজায় রেখে জীবন পরিচালনা করাই এর মূল লক্ষ্য।
রমজানের মূল শিক্ষা মানুষের চরিত্র গঠনে ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, এই মাস আমাদের আত্মসংযম ও পরিশুদ্ধতার শিক্ষা দেয়। তাই ক্ষমতা ও সম্পদের অপব্যবহার পরিহার করে ন্যায়ের পথে চলতে হবে। তিনি দুর্নীতি ও আত্মসাৎকে সমাজের জন্য এক ভয়ানক ব্যাধি হিসেবে অভিহিত করেন এবং সততা ও জবাবদিহিতার চর্চা বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে তুর্কি দিয়ানাত ফাউন্ডেশন।