Logo
Logo
×

জাতীয়

ক্ষমতা মানে লুটপাট নয়, বরং সেবার মানসিকতা থাকা উচিত : ধর্ম উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:২২ পিএম

ক্ষমতা মানে লুটপাট নয়, বরং সেবার মানসিকতা থাকা উচিত : ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

দেশের দায়িত্ব হাতে পেলে সেটাকে লুটপাটের সুযোগ হিসেবে না দেখে সেবার মানসিকতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ক্ষমতা কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটি জনগণের কল্যাণে ব্যবহারের জন্য একটি দায়িত্ব।

সোমবার (৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। সত্যিকারের আত্মশুদ্ধি ও সংযম চর্চার মাধ্যমে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে এর প্রভাব বিস্তার করতে হবে। শুধু উপবাস থাকলেই রোজার উদ্দেশ্য পূরণ হয় না, বরং নৈতিকতা ও সততা বজায় রেখে জীবন পরিচালনা করাই এর মূল লক্ষ্য।

রমজানের মূল শিক্ষা মানুষের চরিত্র গঠনে ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, এই মাস আমাদের আত্মসংযম ও পরিশুদ্ধতার শিক্ষা দেয়। তাই ক্ষমতা ও সম্পদের অপব্যবহার পরিহার করে ন্যায়ের পথে চলতে হবে। তিনি দুর্নীতি ও আত্মসাৎকে সমাজের জন্য এক ভয়ানক ব্যাধি হিসেবে অভিহিত করেন এবং সততা ও জবাবদিহিতার চর্চা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে তুর্কি দিয়ানাত ফাউন্ডেশন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন