Logo
Logo
×

জাতীয়

গুমের শিকার হওয়া ৩৩০ ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ: কমিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম

গুমের শিকার হওয়া ৩৩০ ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ: কমিশন

ছবি : সংগৃহীত

৩৩০ জন গুমের শিকার হয়ে ফিরে না আসা ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার সকালে গুলশান এভিনিউতে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মইনুল ইসলাম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য গুমের সাথে জড়িত, তা তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ। ব্যক্তির অপরাধের জন্য সমগ্র কমিউনিটিকে দোষারোপ করার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, কমিশনে এখন পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১০০০টি অভিযোগের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে এবং ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৪৫ জন কর্মকর্তার বক্তব্যও রেকর্ড করেছে কমিশন।

কমিশনের সভাপতি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই-আড়াই বছরে আটক ১০৬৭ জন বাংলাদেশির একটি তালিকা পাওয়া গেছে। তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান রয়েছে।

এদিকে মইনুল ইসলাম চৌধুরী আরও জানান, আরও তথ্য পাওয়া গেলে কমিশনে পাঠানো হবে মর্মে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিতভাবে উল্লেখ করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন