Logo
Logo
×

জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৫:২১ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। আগামীকাল বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, অধ্যাপক সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।

প্রেস সচিব আরও বলেন, অধ্যাপক সি আর আবরার বুধবার শপথ নেবেন। প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, তিনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু তিনি অ্যাডভান্সড স্টেজে আছেন এবং প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব পালন করছেন, এজন্য অধ্যাপক সি আর আবরার উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন।

প্রসঙ্গত, ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বর্তমানে শিক্ষা উপদেষ্টার পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন