Logo
Logo
×

জাতীয়

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৩:৫২ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

ছবি : সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী এবং তার পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে জানানো হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলাকালীন তিনি তার অস্থাবর সম্পত্তি হস্তান্তর করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। ন্যায়বিচারের স্বার্থে এসব সম্পত্তি ফ্রিজ করা প্রয়োজন।

ফ্রিজের আদেশপ্রাপ্ত ব্যাংক হিসাবগুলোতে মোট ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা রয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। তবে এর আগেই তিনি দেশ ছেড়েছেন বলে জানা যায়।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে দুদক উল্লেখ করে, মানিলন্ডারিং অভিযোগের তদন্তের স্বার্থে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিদেশ গমন বন্ধ করা জরুরি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন