Logo
Logo
×

জাতীয়

কারামুক্তি ও নির্বাচনে অংশগ্রহণের জন্য দোয়া চাইলেন শাজাহান খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম

কারামুক্তি ও নির্বাচনে অংশগ্রহণের জন্য দোয়া চাইলেন শাজাহান খান

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান কারাজীবন থেকে মুক্তি নিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। আদালতে হাজির করার আগে তিনি সাংবাদিকদের কাছে দোয়া চান।

বুধবার (৫ মার্চ) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা যাত্রাবাড়ী থানার মামলায় তাকে আদালতে তোলা হয়। এসময় তিনি বলেন, "আমি আছি তোমাদের দোয়ায়। দোয়া করো যেন দ্রুত মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি এবং আগামী নির্বাচনে অংশ নিতে পারি।"

সকালে ১০টা ৬ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শাজাহান খানসহ আওয়ামী লীগের নেতা আনিসুল হক, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্যদের হাজির করা হয়। তাদের মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল এবং হাতকড়া পরিয়ে হাজতখানা থেকে বের করা হয়।

এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, "সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন?" উত্তরে শাজাহান খান বলেন, "আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে, সেটা সামনে প্রমাণিত হবে।"

এসময় আরেক সাংবাদিক প্রশ্ন করেন, "আপনি সবসময় হাসেন কেন?" জবাবে তিনি বলেন, "আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব।"

শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে তাদের আবার হাজতখানায় পাঠানো হয়। কারাগারে কেমন আছেন জানতে চাইলে শাজাহান খান বলেন, "খুব ভালো আছি, কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ আছি।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন