Logo
Logo
×

জাতীয়

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৯:০৫ পিএম

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

ছবি : সংগৃহীত

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আটজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। 

সূত্র জানায়, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), পপসম্রাট আজম খান (মরণোত্তর), লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর) এবং ছাত্রলীগ কর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে।

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা ১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদান করা হয়ে আসছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

গত ২ মার্চ জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "এবারের স্বাধীনতা পুরস্কার অনন্যধর্মী, যা দেখে বোঝা যাবে এর বিশেষ মাহাত্ম্য। ভবিষ্যতে এভাবে পুরস্কার দেওয়া হবে কি না, তা বলা মুশকিল।"

কমিটির সদস্য ও আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "এ পুরস্কারের মহিমা উপলব্ধি করে নিরপেক্ষভাবে মনোনীতদের নাম সুপারিশ করা হয়েছে। একুশে পদক দেখে যারা খুশি হয়েছিলেন, এবার আরও বেশি আনন্দিত হবেন।"

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন