Logo
Logo
×

জাতীয়

বায়তুল মোকাররমে হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের বাধা ও সংঘর্ষ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০২:৪৯ পিএম

বায়তুল মোকাররমে হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের বাধা ও সংঘর্ষ

ছবি : সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কর্মীরা "মার্চ ফর খিলাফা" কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে। 

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর শুরু হওয়া এই মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়ে।  

প্রথমে প্রায় ১৫ মিনিট ধরে নির্বিঘ্নে মিছিল করলেও পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর হিযবুত তাহরীরের কর্মীরা পুনরায় একত্রিত হয়ে মিছিলের চেষ্টা করলে পুলিশ আবার টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় মিছিলকারীদের ইট-পাটকেল নিক্ষেপ করতেও দেখা যায়।  

পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে।  

এর আগে, শুক্রবার সকালে পুলিশ সদরদপ্তর এক বার্তায় জানায়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন এবং তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। বার্তায় আরও বলা হয়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের যেকোনো সভা, সমাবেশ, মিছিল, পোস্টার বা লিফলেট বিতরণ আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন