Logo
Logo
×

জাতীয়

বিসিএস চিকিৎসক ফোরামের দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১১:১৩ পিএম

বিসিএস চিকিৎসক ফোরামের দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু

ছবি : সংগৃহীত

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম আগামী শনিবার (৮ মার্চ) থেকে দুই দফা দাবিতে তিনদিনব্যাপী কর্মবিরতি শুরু করতে যাচ্ছে। কর্মসূচি অনুযায়ী, ৮, ৯ ও ১০ মার্চ, প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চিকিৎসকরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন।

শুক্রবার (৭ মার্চ) ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি এক প্রেস কনফারেন্সে এ কর্মসূচির কথা জানিয়েছিল সংগঠনটি।

ফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্রুত পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা।

২. তৃতীয় গ্রেড প্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি প্রদান করে তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করা।

এ সময় চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ জানাবেন, তবে জরুরি বিভাগ কর্মসূচির আওতার বাইরে থাকবে যাতে রোগীদের জরুরি চিকিৎসা ব্যাহত না হয়। দাবির পরিপূর্ণ আদায় না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে ফোরাম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন