বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায়, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:০৫ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। অভিযানে লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তারা তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণ ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ৩১ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে সাতজন দুর্বৃত্ত উপস্থিত ছিল। সবার মাথায় হেলমেট পরা ছিল। আনোয়ার হোসেনের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে। গুলি করার পর বাকিরা দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয় এবং সবাই মোটরসাইকেলে চড়ে দ্রুত স্থান ত্যাগ করে।