Logo
Logo
×

জাতীয়

পদোন্নতির দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি, আশ্বাস পেলেও আন্দোলন অব্যাহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:০৫ পিএম

পদোন্নতির দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি, আশ্বাস পেলেও আন্দোলন অব্যাহত

ছবি : সংগৃহীত

পদোন্নতিসহ দুই দফা দাবিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম শনিবার (৮ মার্চ) থেকে তিন দিনের কর্মবিরতি শুরু করেছে। তবে জরুরি বিভাগের সেবা এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয়ের সামনে চিকিৎসকদের অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দিয়ে ফোরাম জানায়, শনিবার থেকে তিন দিন সরকারি হাসপাতালে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করবে তারা।  

চিকিৎসকদের মূল দাবি :

চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতির দ্রুত বাস্তবায়ন।

অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা।

যোগ্য চিকিৎসকদের নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য অধিকার নিশ্চিত করা।

ফোরামের সদস্য সচিব চিকিৎসক মো. বশির উদ্দিন জানান, শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক হয়েছে এবং তিনি দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন।  

তবে চিকিৎসকরা জানিয়েছেন, সরকারি প্রতিনিধি কর্মবিরতির স্থানে এসে পদোন্নতির নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করলেই কর্মসূচি স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবারও সব হাসপাতালে কর্মবিরতি চলবে এবং চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান নেবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন