ঈদে আবাসিক এলাকা-শপিংমলের নিরাপত্তায় ‘অক্সিলিয়ারি ফোর্স’, দেওয়া হবে গ্রেপ্তারের ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৩:১১ পিএম

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ঈদ উপলক্ষে আবাসিক এলাকা এবং শপিংমলগুলোর নিরাপত্তায় বেসরকারি নিরাপত্তা কর্মীরা পুলিশ বাহিনীর সহযোগী ‘অক্সিলিয়ারি ফোর্স’ হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি আরো বলেন, এই বাহিনীর প্রধানদের গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ঈদকে সামনে রেখে মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকবে। এই সময় পুলিশ বাহিনীর সঙ্গে বেসরকারি নিরাপত্তা কর্মীরা একযোগে কাজ করবে।
মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, কেউ যেন কারো বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না করে। সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করেছেন তিনি। আইন হাতে তুলে নেয়ার চেষ্টা করলে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
এছাড়া ঈদে ঢাকাবাসীকে বাড়ি যাওয়ার সময় তাদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দিকে খেয়াল রাখার অনুরোধও জানান তিনি।