Logo
Logo
×

জাতীয়

পিলখানা হত্যাকাণ্ড তদন্ত

শেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে তলব

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:০৭ পিএম

শেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডেকেছে। শনিবার (৮ মার্চ) কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর সদরদপ্তরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে এ ব্যক্তিদের সাক্ষ্যগ্রহণ জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তলবকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ, আজিজ আহমেদসহ রাজনৈতিক ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

সাক্ষ্য প্রদানের জন্য দুইটি পদ্ধতি নির্ধারণ করা হয়েছে—কমিশনের ধানমন্ডির কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে। নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষ্য দিতে আগ্রহী ব্যক্তিরা +৮৮০১৭১৪০২৬৮০৮ নম্বরে যোগাযোগ করে বা [email protected] ই-মেইলে সময়সূচি নির্ধারণ করতে পারবেন।

কমিশন ৩১ মার্চের মধ্যে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে চায়। বিজ্ঞপ্তিতে সাত দিনের মধ্যে সাক্ষীদের তাদের প্রস্তাবিত সময়সূচি জানাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া, সাক্ষ্য প্রদানে অনাগ্রহ বা অসহযোগিতার ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন