Logo
Logo
×

জাতীয়

পাচারকৃত অর্থ ফেরাতে বিশেষ আইন প্রণয়নের পরিকল্পনা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:১৬ পিএম

পাচারকৃত অর্থ ফেরাতে বিশেষ আইন প্রণয়নের পরিকল্পনা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে বিশেষ আইন প্রণয়ন করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ সোমবার (১০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত "পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ" শীর্ষক উচ্চ পর্যায়ের সভা শেষে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, পাচারকৃত অর্থ ফেরাতে এগারো সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রায় ২৩৪ বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার হয়েছে, যার মধ্যে ১৭ বিলিয়ন ডলার ব্যাংক খাত থেকে পাচার হয়েছে।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার পাচারকৃত অর্থ ফেরত আনা। এ লক্ষ্যে টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং দ্রুত অর্থ ফেরাতে বিশেষ আইন প্রণয়নের বিষয়ে আলোচনা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এই প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং আইনী জটিলতা রয়েছে।

প্রেস সচিব আরও দাবি করেন, বিদেশে পড়াশোনার নামে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। একটি কেসে দেখা গেছে, টিউশন ফি হিসেবে ৪০০-৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে।

পাচারকৃত অর্থ ফেরাতে সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন