ঈদুল ফিতরে নতুন নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:৩১ পিএম

ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, আগামী মে মাসে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া হবে।
ঈদের আগে নতুন নোটের চাহিদা বিবেচনায় ঢাকার ৮০টি ব্যাংক শাখা থেকে নতুন নোট বিনিময়ের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে সোমবার (১০ মার্চ) ব্যাংকগুলোকে চিঠি দিয়ে আগের সিদ্ধান্ত স্থগিত করার কথা জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ফ্রেশ নোট বিনিময়ের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। শুধু ব্যাংক শাখা নয়, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও এবার ফ্রেশ নোট পাবেন না।
জানা গেছে, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণত নতুন নোট বাজারে আনতে ৯ থেকে ১৮ মাস সময় লাগে। তবে বর্তমান সরকার দ্রুততম সময়ে নতুন নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। আগামী এপ্রিল বা মে মাসের মধ্যেই নতুন ডিজাইনের নোট বাজারে আসতে পারে।