শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:৩৩ পিএম

ছবি : সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের ক্ষমতায় এসেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হতে পারেনি। পুলিশের নীতি-নির্ধারক পর্যায়ের অনেক কর্মকর্তা এখনও কাজে যোগ দেননি। এর ফলে দেশে অপরাধ এবং গ্যাং ক্রাইম ব্যাপকভাবে বেড়েছে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তার বিদায়ের তিন দিন পর ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। তিনি শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক।
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। শেখ হাসিনার শাসনামলে যারা আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ে ছিলেন, তাদের অনেকেই ধরা পড়েছেন বা আত্মগোপনে আছেন। ফলে সার্বিক চেইন অব কমান্ডে শূন্যতা দেখা দিয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার শাসনামল ছিল সহিংসতা ও দুর্নীতিতে পরিপূর্ণ। তার সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে।
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে অপরাধ দমন ও শান্তি রক্ষায় সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে, তবে পরিস্থিতি এখনও উদ্বেগজনক।
ড. ইউনূস দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক ভালো এবং তিনি তাদের কাছ থেকে কোনো চাপ অনুভব করছেন না। তবে দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।