Logo
Logo
×

জাতীয়

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:৩৮ পিএম

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা জাতীয় জাদুঘরের সামনে জমায়েত হন। অধিকাংশই উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থী, যারা ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি চাই’সহ নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, আগে শাহবাগ অবরোধের পরিকল্পনা থাকলেও রমজান মাসে মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে সেটি প্রত্যাহার করা হয়েছে। পরিবর্তে সন্ধ্যা পর্যন্ত জাতীয় জাদুঘরের পাশে অবস্থান কর্মসূচি চলবে।

ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজসহ অন্তত ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।

শাহবাগে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন