Logo
Logo
×

জাতীয়

এ বছরে ফিতরার হার নির্ধারণ : সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০১:৪০ পিএম

এ বছরে ফিতরার হার নির্ধারণ : সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

ছবি : সংগৃহীত

বাংলাদেশে এ বছর (১৪৪৬ হিজরি) জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২,৯৭০ টাকা।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।

ইসলামি শরিয়াহ অনুযায়ী, সামর্থ্যবান মুসলমানরা গম, আটা, যব, খেজুর, কিশমিশ বা পনিরের নির্দিষ্ট পরিমাণ কিংবা এর বাজারমূল্য ফিতরা হিসেবে বিতরণ করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন