Logo
Logo
×

জাতীয়

নাটোরে নারী নির্যাতন মামলায় সাবেক এসপি কারাগারে, সাংবাদিকদের ওপর হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৫:২১ পিএম

নাটোরে নারী নির্যাতন মামলায় সাবেক এসপি কারাগারে, সাংবাদিকদের ওপর হামলা

ছবি : সংগৃহীত

নাটোরে নারী নির্যাতনের মামলায় বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।

আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত এসপি সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। এতে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপারসন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায় ঘোষণার পর পুলিশ তাকে হাজতে না নিয়ে কোর্ট ইন্সপেক্টরের রুমে বসিয়ে রাখে। পরে দুপুর ১টা ৪০ মিনিটে যখন কারাগারে নেওয়ার জন্য বের করা হয়, তখন সাংবাদিকরা ছবি তুলতে গেলে অভিযুক্ত তাদের ওপর চড়াও হন।

এই ঘটনার পর নাটোরের সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেন এবং সাবেক এসপিকে হ্যান্ডকাফ পরিয়ে কারাগারে নেওয়ার দাবি জানান। পরে বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে তাকে কারাগারে পাঠানো হয়।

এখন টেলিভিশনের ক্যামেরাপারসন জাহিদুল ইসলাম সুমন বলেন—

"আমরা ভিডিও করছিলাম, তখন তিনি আমাদের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙার চেষ্টা করেন। ক্যামেরা রক্ষা করতে গিয়ে আমরা হাতে আঘাত পাই।"

নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন—

"আদালত চত্বরে একজন আসামির দ্বারা সাংবাদিকদের ওপর হামলা হওয়া দুঃখজনক। তাকে যদি নিয়ম অনুযায়ী হ্যান্ডকাফ পরিয়ে নেওয়া হতো, তাহলে এই ঘটনা ঘটত না।"

এসএম ফজলুল হকের স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি গ্রেফতার হয়ে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত থাকা অবস্থায় বরখাস্ত হন। আদালতে হাজিরের সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালানোর ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন