ধর্ষণ মামলায় দ্রুত পদক্ষেপ নিতে আইন সংশোধনের উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৮:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
ধর্ষণের মামলায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এরইমধ্যে সংশোধিত আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) সচিবালয়ে ধর্ষণবিরোধী মঞ্চের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি নিয়ে আয়োজিত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, ধর্ষণবিরোধী মঞ্চের দাবিগুলো যৌক্তিক। মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে সরকার সজাগ রয়েছে। নারীর ওপর নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে ধর্মের অপব্যাখ্যা বন্ধে সরকার জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, নারীদের যারা উত্যক্ত করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। এ সময় তিনি নিজেকে নৈতিকভাবে পরিশুদ্ধ করে মোরাল পুলিশিং করার আহ্বান জানান।
আইন উপদেষ্টা গণঅভ্যুত্থানের বিজয়ের মূল কৃতিত্ব নারীদের বলে উল্লেখ করেন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।