Logo
Logo
×

জাতীয়

পিলখানা ট্রাজেডির ক্ষতি অপূরণীয় : সেনাপ্রধান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:১৯ পিএম

পিলখানা ট্রাজেডির ক্ষতি অপূরণীয় : সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পিলখানা ট্রাজেডির ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা সেনানিবাসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব ও জাতীয় অহংকার। এসময় তিনি জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নেন।

ইফতার মাহফিলে পিলখানা বিদ্রোহে নিহতদের পরিবারের সদস্য, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন