Logo
Logo
×

রাজনীতি

রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে : মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ পিএম

রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাট ধামাচাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের আমলে বিদ্যুৎখাতের দুর্নীতি ও অনিয়মের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎখাতকে অনিয়মের রাজ্যে পরিণত করেছিল। কিন্তু রাজনৈতিক তর্ক-বিতর্কে সেই দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে। এতে এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতায় গেলে তাদের দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হবে।’

এরপর দীর্ঘ ১৭ বছরে বিদ্যুৎখাতে আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎখাতে চরম অনিয়ম ঘটেছে। ২০০৯ সাল থেকে শুরু করে কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরির মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। যেন তাদের দুর্নীতির চেহারা জনগণের কাছে প্রকাশ না পায়।’

বিদ্যুৎখাত থেকে দুর্নীতির টাকা বিদেশে পাচার করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য ছিল দাবি করে টুকু আরও বলেন, ‘বিদ্যুৎখাতকে ব্যবসায়ী খাত বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। বিদ্যুৎখাতকে কুইক টাকা বানানোর স্থান করেছিল তারা। ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেট থেকে টাকা বের করে নিয়ে গেছে দলটি।’

পতিত আওয়ামী লীগের বিদ্যুতখাতে দুর্নীতির কারণে আগামী ২০২৭ সাল থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মূদ্রা সংকটে পড়বে বলেও আশঙ্কা করেন বিএনপির এই নেতা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন