লন্ডনে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে বেগম জিয়ার

যুগের চিন্তা ২৪ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৪ এএম

ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 'লন্ডন ক্লিনিকে' ভর্তি করা হয়েছে। এখন থেকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে তার চিকিৎসা চলবে।
বুধবার (৮ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের এ তথ্য জানান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, হাসপাতালে ভর্তি করার পর খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার থেকে তার যথাযথ চিকিৎসা শুরু হবে।
তিনি আরও জানান, খালেদা জিয়া যথেষ্ট হাসিখুশি রয়েছেন এবং তার মনোবল অনেক শক্ত। দীর্ঘ যাত্রা শেষে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই তিনি হাসপাতালে এসেছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২০১৭ সালের ১৫ জুলাই বিএনপি চেয়ারপারসনের লন্ডনযাত্রার পর আর কোনো বিদেশ সফর হয়নি। ওই সময় লন্ডনে গেলে তিনি তারেক রহমানের বাসায় থাকতেন।
২০১৮ সালে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বেড়ে যায়। ২০২০ সালে বিশেষ শর্তে সাময়িক মুক্তি পান। এরপর দল ও পরিবার এবং মেডিকেল বোর্ড সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করে।
কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। অসুস্থ নেত্রীর বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে টানা আন্দোলন চালিয়ে যায়। সরকারের অনুমতি না মেলায়, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পাঁচ মাসের মধ্যে সেই পথ সুগম হয়। চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সব প্রস্তুতি তখন সম্পন্ন হয়।