আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে : নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ পিএম

ছবি : সংগৃহীত
গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিগত ১৬ বছরে বিরোধী মত দমন করতে আওয়ামী লীগ গুম, খুন ও হত্যার পথ বেছে নিয়েছে, কিন্তু এতকিছুর পরও তাদের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি সতর্ক করে বলেন, "এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে ভবিষ্যতে বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে।"
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ঈদগাহ মাঠে গণ অধিকার পরিষদের আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "আওয়ামী লীগের শীর্ষ নেতারা ইতোমধ্যে নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে যারা সাধারণ কর্মী এবং রাজনৈতিক সহিংসতায় জড়িত ছিলেন না, তারা যদি জনগণের কাছে ক্ষমা চান, তাহলে জনগণ তাদের ক্ষমা করে দেবে।"
ছাত্র রাজনীতির প্রসঙ্গে নূর বলেন, "কিছু ছাত্রনেতা আন্দোলনকে ব্যবহার করে নিজেদের স্বার্থে দল ও সংগঠন গড়ে তোলে এবং অন্যদের অবদান অস্বীকার করে। এটি গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করছে, যা আন্দোলনের জন্য ক্ষতিকর।"
গণসমাবেশে গণ অধিকার পরিষদের জেলা ও উপজেলার নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।