
ছবি : সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে মোট ৮ দিন এই কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সমাবেশের তারিখ ও স্থানসহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার সূচি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে দেশের ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি।
দলীয় নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এসব সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং দলীয় কর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।