Logo
Logo
×

রাজনীতি

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ এএম

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ আজ

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। তরুণ প্রজন্মের অংশগ্রহণকে কেন্দ্র করে গঠিত এই দলটির উদ্বোধনী অনুষ্ঠান আজ বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে।

দলটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় নাগরিক কমিটি। আয়োজকদের লক্ষ্য প্রায় ৩ লাখ মানুষের সমাগম নিশ্চিত করা। অনুষ্ঠানের সফল বাস্তবায়নের জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে, যেখানে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।

জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে ডা. তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম এবং দপ্তর সম্পাদক হিসেবে সালেহ উদ্দিন সিফাত দায়িত্ব পাচ্ছেন।

প্রাথমিকভাবে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে, যা পরবর্তী সময়ে ধাপে ধাপে সম্প্রসারিত হবে।

জাতীয় নাগরিক কমিটি ইতোমধ্যেই রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি হিসেবে তাদের সাংগঠনিক কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। ১১তম সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক ব্যতীত কমিটির অন্যান্য সব অঙ্গসংগঠন, নির্বাহী কমিটি ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়েছে যে, নতুন রাজনৈতিক দলের গঠনের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে জাতীয় নাগরিক কমিটির বর্তমান নেতৃত্ব নতুনদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে এবং নতুন নেতৃত্ব ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেবে।

নাগরিক কমিটি নিশ্চিত করেছে যে, নতুন দল আত্মপ্রকাশের পর তারা আর কোনো রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেবে না। তারা একটি সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং দেশের রাজনৈতিক ও নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়ে সক্রিয় থাকবে।

উপজেলা, থানা, ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ে গঠিত নাগরিক কমিটির প্রতিনিধিরা নতুন রাজনৈতিক দলে কীভাবে যুক্ত হবেন, সে বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে যাচ্ছে। তরুণদের নেতৃত্বে এই দল কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন