Logo
Logo
×

রাজনীতি

নাগরিক পার্টির আত্মপ্রকাশ : জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম

নাগরিক পার্টির আত্মপ্রকাশ : জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়

মানিক মিয়া এভিনিউয়ে শুক্রবার বিকালে নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো জুলাই আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নতুন এ দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

নগরীর বিভিন্ন প্রান্ত ও দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আরও অনেকে সমাবেশস্থলে আসছেন।

জাতীয় নাগরিক কমিটি (জেএনসি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (এডিএসএম) নেতাদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলো চূড়ান্ত করা হয়েছে।  

আহ্বায়ক: সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম  

সদস্য সচিব: আখতার হোসেন

জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব

জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব: তাসনিম জারা ও নাহিদা সারোয়ার (নোভা)

প্রধান সমন্বয়ক: নাসির উদ্দিন পাটোয়ারী

যুগ্ম সমন্বয়কারী: আবদুল হান্নান মাসুদ 

উত্তরাঞ্চলের প্রধান সংগঠক: সারজিস আলম

দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক: হাসনাত আবদুল্লাহ

নতুন দলের নাম ঘোষণা করে বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘সারা দেশে এই নামেই ব্যানার হোক, এই নামের সাথেই বাংলাদেশ প্রতিধ্বনিত হোক।’ তিনি জানান, জেএনসি রাজনৈতিকভাবে জুলাই আন্দোলনের চেতনাকে এগিয়ে নেবে। 

এর আগে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে একটি নতুন ছাত্র সংগঠন গঠন করে। তবে, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আন্দোলনকারীদের একটি অংশ প্রতিবাদ ও শ্লোগান দিয়ে মতবিরোধ প্রকাশ করে।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক শক্তির উত্থান ঘটলো, যা আগামী দিনে কতটা প্রভাব ফেলতে পারে, তা এখন দেখার বিষয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন