Logo
Logo
×

রাজনীতি

নারী দিবসে তারেক রহমানের আবেগঘন বার্তা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:১৯ পিএম

নারী দিবসে তারেক রহমানের আবেগঘন বার্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নারীরাও পুরুষের মতো সমান সুযোগ-সুবিধা ও মর্যাদার অধিকারী— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের নারীদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং নারী-পুরুষের সমানাধিকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শনিবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। এসময় ব্যক্তিগত জীবনে নারীদের গুরুত্ব ও অবদানের কথাও উল্লেখ করেন তারেক রহমান।
তিনি লেখেন, "আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন আমার মা, স্ত্রী ও মেয়ে— এই তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের সমান সুযোগ, সফলতা ও সুখ কামনা করেছি। আমি বিশ্বাস করি, আপনারাও এই অনুভূতিকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন।"
নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাকে বিএনপির অন্যতম প্রধান নীতি হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, "আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে লিঙ্গ, ধর্ম বা বর্ণভেদে কোনো বৈষম্য থাকবে না। ঠিক যেমনটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার পরিচালিত করেছিল— একটি ন্যায়ভিত্তিক, সহনশীল ও সম্মানজনক সমাজ।"
Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন